সহজে কিভাবে টাকা ইনকাম করা যায়। স্পেশাল টিপস & ট্রিক্স

কিওয়ার্ড ইনটেন্ট কি । বিস্তারিত জানুনআপনারা অনেকেই আছেন যারা মাসে লক্ষাধিক টাকা ইনকাম করছেন আবার অনেকেই বেকার ঘুরে বেড়াচ্ছেন, আপনারা যারা বেকার ঘুরে বেড়াচ্ছেন তাদের জন্য আজকে এই আর্টিকেলে আলোচনা করতে যাচ্ছি সহজে কিভাবে টাকা ইনকাম করা যায়। আপনাদের সাথে আরও শেয়ার করতে যাচ্ছি যারা মাসে লক্ষাধিক টাকা ইনকাম করছে তাদের সিক্রেট।

সহজে কিভাবে টাকা ইনকাম করা যায়
সাথে আরও আলোচনা করতে যাচ্ছি অনলাইন থেকে কিভাবে টাকা ইনকাম করা যায়, মোবাইল দিয়ে কিভাবে টাকা ইনকাম করা যায়, দ্রুত কিভাবে টাকা ইনকাম করা যায় তার স্পেশাল টিপস এবং ট্রিক্স। উপরে উল্লেখিত বিষয়গুলিই যদি আপনার কাঙ্ক্ষিত বিষয় হয় তাহলে আপনি একদম ঠিক জায়গাতেই এসেছেন । এই আর্টিকেলটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়ুন এবং জেনে নিন সহজে কিভাবে টাকা ইনকাম করা যায়। তাহলে আসুন শুরু করা যাক !!

সূচিপত্রঃ সহজে কিভাবে টাকা ইনকাম করা যায়

ভূমিকা। সহজে কিভাবে টাকা ইনকাম করা যায়

কথায় আছে "টাকায় টাকা টানে" ,অন্য যায়গায় আছে "লিখা পড়া করে যে গাড়ি ঘোড়া ছড়ে সে" মানে যে লিখা পড়া করে সে ধনি হয়, কিন্তু বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবি-এস) এর পরিসংখ্যান মতে বাংলাদেশে বর্তমান বেকার সংখ্যা ২৫ লাখ ৯০ হাজার জন। যদি লিখা পড়া জানলেই টাকা পয়সা ইনকাম করা যেতো তাহলে দেশে এতো বেকার থাকতো না । শুধুমাত্র স্কিল শিখলেই হয় না সেই স্কিলকে কিভাবে টাকায় কনভার্ট করতে হয় সেটা শেখা জরুরি। 

 আপনি শিক্ষিত হয় আর অশিক্ষিতই হন , আপনার কোন স্কিল থাকুক আর না থাকুক আপনি এই আর্টিকেলটা পড়ার পর সহজে কিভাবে টাকা ইনকাম করা যায় সে বিষয়ে একটা সুন্দর এবং স্বচ্ছ ধারনা পাবেন বলে আশা করছি।

স্কিল অর্জন করুন

আপনি যদি সহজে টাকা ইনকাম করতে চান তাহলে প্রথমেই আপনার একটি স্কিল এর প্রয়োজন। স্কিল অর্জনের ক্ষেত্রে বেশি প্রাধান্য সেটাকে যেটা করতে আপনার ভালো লাগে যেটা করতে আপনি আনন্দ পান। হতে পারে সেটা পড়ানো , ডিজিটাল প্রোডাক্ট বিক্রি করা, লিখালিখি করা বা হতে পারে গেমিং করা। আপনার পছন্দের একটি স্কিল বেছে নিন এবং সেই বিষয়ে দক্ষতা অর্জন করুন। মনে রাখবেন পরিশ্রম ছাড়া বড় কোন পর্যায়ে পৌঁছানো যায় না ।


যারাই আপনাকে বলবে এক ক্লিকে ৫ হাজার টাকা নিয়ে নিন, দক্ষতা ছাড়ায় কাজ করুন বিকাশে পেমেন্ট নিন তাদের থেকে দূরে থাকুন। যারাই এই সব কথা বলবে ধরে নিবেন এর মধ্যে ঘাপলা আছে । মনে রাখবেন এই পৃথিবীতে বিনামূল্যে কোন কিছুই পাওয়া যায় না , যারা ফ্রি তে আপনাকে কোন জিনিস দিচ্ছে তার গোপনে আপনার সকল ডেটা কালেকশন করে তাদের কাস্টমারের কাছে চড়া মূল্যে বিক্রি করে, সুতরাং চোখ কান খোলা রাখুন এবং সতর্ক হওন।

একটি নিদ্রিষ্ট স্কিল শিখুন এবং সেটাতেই পারদর্শী হওন, দেখবেন টাকা আপনাকে খুঁজবে আপনাকে টাকার কাছে যেতে হবে না

কিভাবে টাকা ইনকাম করা যায় ২০২৪

২০২৪ এ এসে আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন যে সহজে কিভাবে টাকা ইনকাম করা যায় তাহলে আমি আপনাকে বলবো আপনি টাকা ইনকামের পথ হিসেবে ফ্রিল্যান্সিং কে বেছে নেন। ফ্রিল্যান্সিং শব্দের অর্থ মুক্ত পেশা। ইন্টারনেট ব্যাবহার করে যে ইনকাম করা হয় ফ্রিল্যান্সিং বলে। যদি আপনি দ্রুত এবং সহজে টাকা ইনকাম করতে চান তাহলে আমার মতে আপনার ফ্রিল্যান্সিং পেশাকেই বেছে নেওয়া উচিত।

 ফ্রিল্যান্সিং মূলত সাধারণ চাকরির মতই একটা চাকরি শুধু ভিন্নতা হল যে এখানে আপনি স্বাধীন। আপনার যখন ইচ্ছা আপনি কাজ করবেন যখন ইচ্ছা ছুটি নিবেন কোন ধরাবাঁধা নেই । আবার ফ্রিল্যান্সারদের নিদৃষ্ট কোন অফিস নেই তারা যেখানে ইন্টারনেট কানেকশান পাবে সেটাই তাদের অফিস।

ফ্রিল্যান্সিং। অনলাইন থেকে কিভাবে টাকা ইনকাম করা যায়

ফ্রিল্যান্সিং একটি বিশাল বড় সেক্টর , এই সেক্টরে অনেক ধরনের কাজ যেগুলো করে আপনি প্রতি মাসে একটা ডিসেন্ট এমাউন্ট ইনকাম করতে পারেন। ফ্রিল্যান্সিং স্কিল এর মধ্যে উল্লেখযোগ্য কিছু স্কিল হল
  • ডিজিটাল মার্কেটিং
  • গ্রাফিক্স ডিজাইন 
  • ওয়েব ডিজাইন
  • 3D/2D এনিমেশন ইত্যাদি

ডিজিটাল মার্কেটিং। মোবাইল দিয়ে কিভাবে টাকা ইনকাম করা যায়

ফ্রিল্যান্সিং এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় এবং সহজ হচ্ছে ডিজিটাল মার্কেটিং । যখন আপনি মানুষের কাছে গিয়ে ফেস টু ফেস মার্কেটিং না করে ডিজিটাল মাধ্যম ব্যাবহার করে আপনার প্রোডাক্ট মার্কেটিং করবেন তখন আমরা সেটাকে ডিজিটা মার্কেটিং বলে থাকি। ফ্রিল্যান্সিং সেক্টরের মধ্যে একমাত্র ডিজিটাল মার্কেটিং এমন এক ক্যাটাগরি যা আপনি মোবাইল ফোন দিয়ে করতে পারবেন । 

ডিজিটাল মার্কেটিং এর আবার অনেকগুলি ক্যাটাগরি রয়েছে ,তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে সোশাল মিডিয়া মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, ওয়েব সাইট মার্কেটিং ইত্যাদি।যদি আপনি দ্রুত মোবাইল দিয়ে টাকা ইনকাম করতে চান তাহলে আমার মতে আপনার ডিজিটাল মার্কেটিং বেছে নেওয়া উচিত। আপনি যদি গ্রাফিক্স ডিজাইন বা ওয়েব ডিজাইন শিখেন তাহলে এই স্কিল্গুলো শিখতেই আপনার দুই থেকে তিন বছর লেগে যাবে। 

তারপর মার্কেট প্লেসে কাজ পেতে আরও একাধ দুই বছর লেগে যাবে ,তারপরেও আপনি যে এই সেক্টরে সফল হবেন তার কোন গ্যারান্টি নেই, কারণ মার্কেট প্লেসে এই সব ক্যাটাগরির এখন যে পরিমাণ কম্পিটিশন এই কম্পিটিশন ভেদ করে আপনার সফল হওয়াটা অনেক কঠিন হবে । 


অপরদিকে আপনি যদি ডিজিটাল মার্কেটিং শিখেন তাহলে মার্কেট প্লেসের বাইরে অনেক কোম্পানির হয়েই আপনি চাকরি করতে পারবেন, কারণ বর্তমান সময়ে প্রতিটি কোম্পানিরই একজন দক্ষ ডিজিটাল মার্কেটারের প্রয়োজন হচ্ছে ।যে কোম্পানি যত ভালভাবে তাদের প্রোডাক্ট ডিজিটালি মার্কেটিং করতে পারছে সে কোম্পানি তত বেশি প্র-ফিট করতে পারছে । আপনি বাংলাদেশের বিভিন্ন ফ্রিল্যান্সিং ইন্সটিটিউট  এর যে কোন একটা থেকে দুই তিন মাসের একটা কোর্স করেই ইনকাম শুরু করতে পারবেন।

গ্রাফিক্স ডিজাইন

ফ্রিল্যান্সিং সেক্টরের মধ্যে গ্রাফিক্স ডিজাইন একটি অন্যতম জনপ্রিয় ক্যাটাগরি। যদি আপনার কাছে দুই তিন বছরের একটা লম্বা সময় থাকে এবং এই সময়টিকে যথাযথ ভাবে কাজে লাগানোর এবং কঠিন পরিশ্রম করার স্বদিচ্ছা থাকে তাহলে নিঃসন্দেহে গ্রাফিক্স ডিজাইন আপনার জন্যে একদম পারফেক্ট হবে , কারণ এই ২০২৪ সালে এসেও ফ্রিল্যান্সিং সেক্টরে একজন দক্ষ গ্রাফিক্স ডিজাইনারের অনেক ডিমান্ড রয়েছে। 

আপনি যদি পার্ফেক্টলি গ্রাফিক্স ডিজাইন করতে চান তাহলে আপনার হাই কনফিগারেশন এর কম্পিউটার এবং অনেক প্রিমিয়াম সফটওয়ারের দরকার পড়বে যা অনেক সময় সাপেক্ষ এবং অনেক কস্টলি একটা বেপার। আপনার হাতে যদি পর্যাপ্ত সময় থকে এবং গ্রাফিক্স ডিজাইন করতে যত টাকা পয়সার প্রয়োজন হবে তার ব্যবস্থা থাকে তাহলে নির্দ্বিধায় আপনি গ্রাফিক্স ডিজাইন বেছে নিতে পারেন।

ওয়েব ডিজাইন

ওয়েব ডিজাইন বলতে ওয়েব সাইটের নকশা করাকে বোঝায়। সহজ কথা ওয়েব ব্রাওজারে একটি ওয়েব সাইট কিরকম দেখাবে বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যাবহার করে সেটাকে নির্দেশ করাকেই বোঝায়।একজন ওয়েব ডিজাইনার হওয়ার জন্য আপনাকে html ,css, এবং javascript এর উপর কঠিন-ভাবে দক্ষতা অর্জন করতে হবে । ওয়েব ডিজাইন যেহেতু কোডিং রিলেটেড বিষয় এইজন্য ওয়েব ডিজাইন শিখতে গেলে আপনার অত্যন্ত তীক্ষ্ণ মস্তিষ্কের অধিকারী হতে হবে ।

3D/2D এনিমেশন

সাধারণত  বিভিন্ন সফটওয়ারে 3D/2D মডেল তৈরি করে সেটিকে মুভমেন্ট দিয়ে ফিল্ম তৈরি করাকে 3D/2D এনিমেশন বলে । আপনি যদি 3D/2D এনিমেশন শিখতে চান তাহলে আমার মতে একটি নিদৃষ্ট সফটওয়ার কে টার্গেট করে স্কিল অর্জন করা উচিত।আপনি যদি ফ্রি তে 3D এনিমেশন শিখতে চান তাহলে আমার মতে আপনার সফটওয়ার হিসেবে ব্লেন্ডার কে বেছে নেওয়া উচিত।

 আর যদি 2D এনিমেশন শিখতে চান তাহলে এডোবি এনিমেট সিসি বেছে নেওয়া উচিত। এনিমেশন শিখা একটি লং প্রসেস, আপনাকে এই সব সফটওয়ারের উপর অত্যন্ত দক্ষ হতে হবে এবং এই সকল চালানোর জন্য ডিভাইসের উপর একটি হ্যান্ড-সাম এমাউন্ট ব্যায় করতে হবে ।

ফেসবুক থেকে কিভাবে টাকা ইনকাম করা যায়

ফেসবুক থেকে টাকা ইনকাম করার সবচেয়ে জনপ্রিয় মাধ্যম হচ্ছে পেজ বা প্রোফাইল মনিটাইজ করে ইনকাম করা । এই প্রসেসে ইনকামের জন্য আপনাকে আপনার পেজে অথবা প্রোফাইলে পাঁচ
হাজার ফলোয়ার এবং লাস্ট দুই মাসে ৬০ হাজার ঘণ্টা ওয়াচ টাইম ফিলাপ করতে হবে । এছাড়াও আপনার পেজে আপনি নিজের প্রোডাক্ট বিক্রি করতে পারেন। আপনার ফলোয়ারেরা আপনার পোস্ট দেখে আপনার সার্ভিস কিনতে পারে। এটিও এক প্রকার ডিজিটাল মার্কেটিং।

মন্তব্য।সহজে কিভাবে টাকা ইনকাম করা যায়

আমাকে যদি আপনি প্রশ্ন করেন যে দ্রুত এবং সহজে কিভাবে টাকা ইনকাম করা যায় এ বিষয়ে আপনার মতামত কি তাহলে আমি আপনাকে বলবো আপনি দুই তিন মাস ধৈর্য্য ধরে ডিজিটাল মার্কেটিং শিখুন। ডেডিকেটেডলি কাজ প্রাকটিস করুন এবং নিজেকে ইম্প্রুভ করুন। দেখবেন আপনি অতি দ্রুত এবং সহজে অনলাইন থেকে টাকা ইনকাম করতে পারছেন। 

এই আর্টিকেলটি ভালো লাগলে এই ওয়েব সাইটের অন্য আর্টিকেলগুলি পড়তে পারেন। এতক্ষণ ধরে এই আর্টিকেলটি পড়ার আপনাকে অসংখ্য ধন্যবাদ , আশা করছি আপনি ম্যাজিক টেক আইটির সাথেই থাকবেন !!


এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

ম্যাজিক টেক আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url