কিওয়ার্ড ইনটেন্ট কি - কিওয়ার্ড ইনটেন্ট কত প্রকার ও কি কি । বিস্তারিত জানুন
কিওয়ার্ড কি ? অভিজ্ঞদের কাছে জানুনহ্যালো অডিয়েন্স ! আপনি কি কিওয়ার্ড ইনটেন্ট কি, কিওয়ার্ড ইনটেন্ট কত প্রকার ও
কি কি এই বিষয়ে জানতে আগ্রহী ? যদি আগ্রহী হয়ে থাকেন তাহলে আপনি একদম ঠিক
জায়গাতেই এসেছেন। আজকে এই আর্টিকেলে আমরা আলোচনা করতে যাচ্ছি কিওয়ার্ড ইনটেন্ট
কি, কিওয়ার্ড ইনটেন্ট কত প্রকার ও কি কি।
সাথে আরো আলোচনা করতে যাচ্ছি কোন ওয়েব সাইটের জন্য কোন ইনটেন্ট যুক্ত কি ওয়ার্ড
ব্যাবহার করাটা উত্তম হবে। অতএব এই আর্টিকেলটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ
সহকারে পড়ুন এবং জেনে নিন আপনার কাক্ষিত বিষয় বস্তু। তাহলে চলুন শুরু করা যাক !!
সূচিপত্র: কিওয়ার্ড ইনটেন্ট কি
কিওয়ার্ড ইনটেন্ট কি
কিওয়ার্ড ইনটেন্ট হলো সার্চকারির সার্চ করার পিছনে উদ্দেশ্য। সোজা বাংলায়
সার্চকারি যখন কোন কি ওয়ার্ড লিখে সার্চ ইঞ্জিনে সার্চ করে তখন সার্চকারি সার্চ
ইঞ্জিনের কাছে মানুষিক ভাবে যা কিছু পাওয়ার উদ্দেশ্য নিয়ে সার্চ করে তাকে
কিওয়ার্ড ইনটেন্ট বা সার্চ ইনটেন্ট বলে। সংক্ষেপে বলতে গেলে সার্চকারির মনের
আকাঙ্ক্ষাকেই কিওয়ার্ড ইনটেন্ট বলে।
কিওয়ার্ড ইনটেন্ট কত প্রকার ও কি কি
কিওয়ার্ড ইনটেন্ট কে আমরা সাধারণত ৪ ভাগে ভাগ করতে পারি যথা:-
- ইনফরমেশনাল ইনটেন্ট
- ন্যাভিগেশনাল ইনটেন্ট
- কমার্সিয়াল ইনটেন্ট
- ট্রানজেকশনাল ইনটেন্ট
ইনফরমেশনাল ইনটেন্ট
ইনফরমেশনাল ইনটেন্ট যুক্ত কি ওয়ার্ড গুলোর পেছনে সার্চকারির আসল উদ্দেশ্য থাকে
শুধুমাত্র সার্চকৃত বিষয়ের উপর তথ্য সংগ্রহ করা। ব্যবহারকারী শুধু মাত্র তথ্য
পাওয়ার জন্য সার্চ ইঞ্জিনে সার্চ করে তাদের মনে অন্য কিছু পাওয়ার কোন ইচ্ছে থাকে
না। এই ধরনের কি ওয়ার্ড গুলি সাধারণত ম্যাগাজিন, নিউজ সাইট বা ব্লগিং সাইট গুলি
বেশি ব্যাবহার করে থাকে । আপনার ওয়েব সাইট যদি ব্লগিং সাইট হয়ে থাকে তাহলে আপনিও
ইনফরমেশনাল ইনটেন্ট যুক্ত কি ওয়ার্ড ব্যাবহার করতে পারেন।
যেমন:- "কিওয়ার্ড ইনটেন্ট কি ? ", "কিওয়ার্ড ইনটেন্ট কত প্রকার ও কি কি ?"
ইত্যাদি ।
ন্যাভিগেশনাল ইনটেন্ট
ন্যাভিগেশনাল ইনটেন্ট যুক্ত কি ওয়ার্ড গুলোর পেছনে সার্চকারির আসল উদ্দেশ্য থাকে
নির্দিষ্ট কোন ওয়েব সাইট বা পেজ খুঁজে বের করা এবং কাঙ্ক্ষিত সাইট বা পেজ খুঁজে
পেলে সার্চ ইঞ্জিন থেকে ন্যাভিগেট করে সেই সাইট বা পেজে চলে যাওয়া। এই জন্য এই
ইনটেন্ট যুক্ত কি ওয়ার্ড গুলোকে ন্যাভিগেশনাল ইনটেন্ট। কারণ এই ধরনের কি ওয়ার্ড
ব্যবহারকারীরা এক জায়গা থেকে আরেক জায়গায় ন্যাভিগেট হয় ।
যেমন:- "ইন্সটাগ্রাম লগ ইন", "টিকটক হোম পেজ" ইত্যাদি ।
কমার্সিয়াল ইনটেন্ট
কমার্সিয়াল ইনটেন্ট যুক্ত কি ওয়ার্ড গুলোর পেছনে সার্চকারির আসল উদ্দেশ্য থাকে
নির্দিষ্ট কোন প্রোডাক্ট বা সার্ভিস এর কম্পেয়ার। এই ধরনের কি ওয়ার্ড ব্যাবহার
কারিরা সাধারণত কোন কিছু কেনার আগে কোন কোম্পানি তার জন্য ভালো হবে কোন কোম্পানি
কোন সুবিধা দিচ্ছে কি অসুবিধা আছে কোনটি নিলে তার বেশি ভালো হবে এই সব বিষয় নিয়ে
বিভিন্ন কোম্পানিকে কম্পেয়ার করার জন্যে সার্চ দিয়ে থাকে।
এই ধরনের কিওয়ার্দ সাধারণত যারা এফিলিয়েট মার্কেটিং বা ব্লগিং করে থাকেন তারা
বেশি ব্যাবহার করেন। আপনার যদি একটি ব্লগিং বা এফিলিয়েট সাইট থাকে তাহলে আপনি
কমার্সিয়াল ইনটেন্ট কি ওয়ার্ড ব্যাবহার করতে পারেন।
যেমন:- "বেস্ট বাংলা ডিজিটাল মার্কেটিং কোর্স", " বেস্ট ফোন আন্ডার ১০ হাজার"
ইত্যাদি ।
ট্রানজেকশনাল ইনটেন্ট
ট্রানজেকশনাল ইনটেন্ট যুক্ত কি ওয়ার্ড গুলোর পেছনে সার্চকারির আসল উদ্দেশ্য থাকে
নির্দিষ্ট কোন প্রোডাক্ট বা সার্ভিস ক্রয় করা। এই ধরনের কি ওয়ার্ড ব্যাবহার
কারিরা সাধারণত কোন কিছু কেনার জন্যেই সার্চ দিয়ে থাকে। আপনার যদি একটি
কমার্সিয়াল ওয়েব সাইট থাকে তাহলে আপনি কমার্সিয়াল ইনটেন্ট কি ওয়ার্ড ব্যাবহার
করতে পারেন ।
যেমন:- " বাই ল্যাপটপ", " বাই হেডফোন" ইত্যাদি ।
কীওয়ার্ড ইনটেন্ট জানার সুবিধা না জানার অসুবিধা
আপনি যদি টার্গেটেড অডিয়েন্স আপনার ওয়েব সাইটে আনতে চান তাহলে আপনাকে অবশ্যই
কীওয়ার্ড ইনটেন্ট জানতে হবে। যখন আপনি কীওয়ার্ড ইনটেন্ট জানতে পারবেন তখন আপনি
বুঝতে পারবে যে আপনার অডিয়েন্স কি চাচ্ছে এবং সে অনুযায়ী আপনি আপনার সাইট সাজাতে
পারবেন। যেমন ধরুন একজন ব্যাক্তি সার্চ দিয়েছে বেস্ট টি শার্ট শপ ইন রাজশাহী এই
কি ওয়ার্ডে অডিইয়েন্স এর চাহিদা হচ্ছে বিভিন্ন কোম্পানির টি শার্টের মধ্যে
কম্পারিজন একটি কন্টেন্ট।
এই ধরনের কি ওয়ার্ড সাধারণত যারা ব্লগিং করেন বা এফিলিয়েট মার্কেটিং করেন তাদের
জন্য উপযুক্ত। কিন্তু আপনার যদি একটি ই কমার্স ওয়েব সাইট থেকে থাকে আর যদি আপনি
তাতে এই ধরনের কি ওয়ার্ড ব্যাবহার করেন তাহলে আপনি কোনদিনই সার্চ ইঞ্জিনে র্যাংক
করতে পারবেন না। সুতরাং আপনাকে জানতে হবে কোন কিওয়ার্ডে অডিয়েন্স কি চাচ্ছে এবং
সে অনুযায়ী আপনার ওয়েব সাইট কে সাজাতে হবে।
যেভাবে কীওয়ার্ড ইনটেন্ট বুঝবেন
- সধারনত যে সব কি ওয়ার্ডে কি, কেনো, কিভাবে এই সমস্ত প্রশ্নবোধক শব্দ থাকে এগুলি ইনফরমেশনাল ইনটেন্ট এর মধ্যে পড়ে।
- আবার যে সমস্ত কি ওয়ার্ডে নির্দিষ্ট কোন ডোমেইন বা কোম্পানির নাম লিখে সার্চ করা হয় সেগুলি ন্যাভিগেশনাল ইনটেন্ট যুক্ত কিওয়ার্ড।
- যে সমস্ত কি ওয়ার্ডের মধ্যে বনাম, কোনটা ভালো, এটা নিবো নাকি ওটা, এ ধরনের শব্দ থাকে এগুলিকে কমার্সিয়াল ইনটেন্ট কি ওয়ার্ড বলে।
- যে সমস্ত কি ওয়ার্ডের মধ্যে কিনুন,বাই, কম দামি, ইত্যাদি শব্দ থাকে সেগুলিকে ট্রানজেকশনাল ইনটেন্ট কি ওয়ার্ড বলে।
শেষ কথা
এতক্ষণ ধরে কিওয়ার্ড ইনটেন্ট কি এ নিয়ে আলোচনা করলাম। আপনাদের মধ্যে অনেকেই আছেন
যারা কিওয়ার্ড ইনটেন্ট কি এই বিষয়ে অনেক খোঁজাখুঁজি করেই নির্ভরযোগ্য কোন তথ্য
পাচ্ছিলেন না তাদের জন্য তাদের জন্য এই আর্টিকেলটি অনেক উপকারে আসবে বলে আশা
করছি। আমাদের সকলের উচিত কিওয়ার্ড ইনটেন্ট মেনে ওয়েব সাইটে কাজ করা।
আশা করছি আপনি কিওয়ার্ড ইনটেন্ট কি এই সম্পর্কে জানতে পেরেছেন। এই আর্টিকেলটি
আপনার কাছে ভালো লেগে থাকলে এই ওয়েব সাইটের অন্য আর্টিকেলগুলি পড়তে পারেন। এতক্ষণ
ধরে এই আর্টিকেলটি পড়ার আপনাকে অসংখ্য ধন্যবাদ , আশা করছি আপনি ম্যাজিক টেক আইটির
সাথেই থাকবেন !!
ম্যাজিক টেক আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url