কিওয়ার্ড কাকে বলে - কিওয়ার্ড রিসার্চ করার উপায়। অভিজ্ঞদের কাছে জানুন
কিওয়ার্ড ইনটেন্ট কি । বিস্তারিত জানুনটাইটেল এবং ফিচার ইমেজ দেখেই হয়ত বুঝতে পেরেছেন এই আর্টিকেলটির বিষয় বস্তু কি । কিওয়ার্ড কাকে বলে, কিওয়ার্ড রিসার্চ করার উপায়, জি হ্যাঁ ! উপরে
উল্লেখিত বিষয় গুলোর কারণেই যদি গুগল থেকে আমাদের ওয়েব সাইটে আসা আপনার একমাত্র
কারণ হয় তাহলে আপনি একদম ঠিক জায়গাতেই এসেছেন । আজকের এই আর্টিকেলে আমরা আলোচনা
করতে যাচ্ছি কিওয়ার্ড কাকে বলে, কিওয়ার্ড রিসার্চ করার উপায়।
সাথে আর আলোচনা করতে যাচ্ছি কিওয়ার্ড রিসার্চ কি,কিওয়ার্ড রিসার্চ কেন এত
গুরুত্বপূর্ণ। তাহলে এই আর্টিকেলটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়ুন এবং জেনে নিন
কিওয়ার্ড কাকে বলে। তাহলে আসুন শুরু করা যাক !!
সূচিপত্রঃ কিওয়ার্ড কাকে বলে - কিওয়ার্ড রিসার্চ করার উপায়
কি-ওয়ার্ড কি, কিওয়ার্ড কাকে বলে ?
কি ওয়ার্ড ইংরেজি শব্দ, কি শব্দের অর্থ 'চাবি' এবং ওয়ার্ড শব্দের অর্থ 'শব্দ' ।
কি ওয়ার্ড এর সংজ্ঞায় বলা যায় কি ওয়ার্ড হচ্ছে কোন ওয়েব সাইট থেকে তথ্য খুঁজে বের
করার চাবি স্বরূপ। সহজ বাংলায় আমরা সার্চ ইঞ্জিন থেকে কোন তথ্য বা আমাদের
প্রয়োজনীয় বস্তু খুঁজে বের করতে যে শব্দ বা শব্দ সমূহ লিখে সার্চ দিই তাকেই কি
ওয়ার্ড বলে। মোদ্দা কথা আমরা সার্চ ইঞ্জিনে যা কিছু লিখে সার্চ দিই তাকেই কি
ওয়ার্ড বলে। হতে পারে সেটা গুগল, ইয়াহু, মাইক্রোসফট বিং, ফেসবুক বা ইউটিউব।
কিওয়ার্ড কত প্রকার ও কি কি ?
অনেকেই কি ওয়ার্ড কে অনেক প্রকারে ভাগ করে থাকলেও কি ওয়ার্ড কিন্তু প্রধানত দুই
প্রকার
- শর্ট টেইল কি ওয়ার্ড
- লং টেইল কি ওয়ার্ড
শর্ট টেইল কি ওয়ার্ড
শর্ট টেইল কি ওয়ার্ড যার অপর নাম 'হেড টার্মস' সংক্ষেপে (S.T.K )। শর্ট টেইল কি
ওয়ার্ড সাধারণত এক থেক দুই শব্দের মধ্যেই হয়ে থাকে। যখন আমরা সার্চ ইঞ্জিনে এক
থেকে দুই শব্দের কি ওয়ার্ডে কোন কিছু সার্চ দিই তখন সেই কি ওয়ার্ড কে শর্ট টেইল
কি ওয়ার্ড বলে। সাধারণত শর্ট টেইল কি ওয়ার্ডের একটি বিশাল সার্চ ভলিউম রয়েছে এবং
প্রতি মূহুর্তে এই কি ওয়ার্ডগুলি পূর্বের তুলনায় আর বেশি প্রতিযোগিতামূলক হয়ে
উঠছে ।
যেমনঃ- "প্যান্ট", "কেডস", "লোফার" ইত্যাদি ।
লং টেইল কি ওয়ার্ড
লং টেইল কি ওয়ার্ড সংক্ষেপে (L.T.K )। লং টেইল কি ওয়ার্ড সাধারণত তিন বা তার থেকে
বেশি শব্দের মধ্যে হয়ে থাকে। আমরা যখন সার্চ ইঞ্জিনে তিন বা তার অধিক শব্দের কি
ওয়ার্ড দিয়ে কোন কিছু সার্চ দিই তখন সেই কি ওয়ার্ড কে লং টেইল কি ওয়ার্ড বলে। লং
টেইল কি ওয়ার্ড সাধারণত শর্ট টেইল কি ওয়ার্ড এর থেকে বেশি নির্দিষ্ট হয়ে থাকে,
মানে লং টেইল কি ওয়ার্ড দ্বারা সার্চকারির পরিপূর্ণ মনের ভাব বোঝা যায়।
সার্চকারি এক্সাক্টলি কি চাচ্ছেন, কতটুকু চাচ্ছেন সব বোঝা যায়। এই ধরণের কি
ওয়ার্ড গুলি টার্গেট করে কাজ করলে আপনি একটি নির্দিষ্ট ক্যাটাগরির শ্রোতাদের কাছে
সহজেই পৌছাতে পারবেন ,যারা অধিকাংশই আপনার সার্ভিস নিতে আগ্রহী হবে।
যেমনঃ- "বেস্ট প্যান্ট শপ ইন বিডি", "বেস্ট কেডস শপ ইন বিডি" ইত্যাদি।
শর্ট টেইল VS লং টেইল
এখন যখন আমরা আপনাকে শর্ট টেইল এবং লং টেইল এর ব্যাপারে ওভারঅল ধারনা দিতে পেরেছি
তখন আসুন শর্ট টেইল নাকি লং টেইল কোনটি আপনার জন্য এফেকটিভ হবে সে বিষয়ে আলোচনা
করা যাক।
সার্চ ভলিউম: শর্ট টেইল কি ওয়ার্ড এর সার্চ ভলিউম লং টেইল কি ওয়ার্ড
এর তুলনায় অনেক বেশি থাকে কিন্তু লং টেইল কি ওয়ার্ড দ্বারা যে সকল অডিয়েন্স পাওয়া
যায় সেগুলো অত্যন্ত টার্গেটে-ড হয়ে থাকে।যদি আপনি আপনার ওয়েব সাইটে নির্দিষ্ট
টার্গেটে-ড অডিয়েন্স নিয়ে আসতে চান তাহলে আপনার অবশ্যই লং টেইল কি ওয়ার্ড নিয়ে
কাজ করা উচিত।
কম্পিটিশন রেট:যেহেতু শর্ট টেইল কি ওয়ার্ড এর সার্চ ভলিউম লং টেইল কি
ওয়ার্ড এর তুলনায় অনেক বেশি থাকে সেহেতু শর্ট টেইল কি ওয়ার্ড এর কম্পিটিশন রেট ও
অনেক বেশি। আপনি যদি শর্ট টেইল কি ওয়ার্ড লিখে গুগলে সার্চ দেন তাহলে দেখবেন
সার্চ পেজের শুরুতে সব বড় বড় অথরিটি সাইট র্যাংক করে আছে । এমন সময়ে আপনার সাইট
যদি নতুন হয় এবং আপনি যদি শর্ট টেইল কি ওয়ার্ড নিয়ে কাজ শুরু করেনে তাহলে কখনই
সার্চ পেজের শুরুতে পৌছাতে পারবেন না।
অপরদিকে লং টেইল কি ওয়ার্ড এর সার্চ ভলিউম যেহেতু শর্ট টেইল কি ওয়ার্ড এর চেয়ে
অনেক কম সেহেতু এর কম্পিটিশন রেট ও অনেক কম। আপনি যদি লং টেইল কি ওয়ার্ড নিয়ে কাজ
করেন তাহতে খুব সহজেই সার্চ ইঞ্জিনে আপনার সাইট র্যাংক করাতে পারবেন।
কিওয়ার্ড রিসার্চ কি
কিওয়ার্ড রিসার্চ হলো , মানুষ সার্চ ইঞ্জিনে যে সকল কিওয়ার্ড লিখে সার্চ করে
সেগুলো বের করার প্রক্রিয়াকেই কিওয়ার্ড রিসার্চ বলে। মানুষ কি লিখে সার্চ
ইঞ্জিনে সার্চ দিচ্ছে, ওই একই কিওয়ার্ড লিখে কতজন সার্চ দিচ্ছে , মাসে কতবার
সার্চ দেওয়া হচ্ছে , ওই একই ক্যাটাগরির আরো অন্যান্য কিওয়ার্ড, প্রতিটা
কিওয়ার্ড এর কস্ট পার ক্লিক কত, কিওয়ার্ড গুলো সার্চ ইঞ্জিনে র্যাংক করানো সহজ
নাকি কঠিন , এই সকল বিষয় গুলিই কিওয়ার্ড রিসার্চ এর অন্তর্ভুক্ত।
কিওয়ার্ড রিসার্চ কেন এত গুরুত্বপূর্ণ
আপনি যদি সহজে সার্চ ইঞ্জিনে আপনার ওয়েব সাইট র্যাংক করাতে চান তাহলে অবশ্যই
আপনাকে কিওয়ার্ড রিসার্চ করতে হবে। আবার আপনি যদি টার্গেটে-ড অডিয়েন্সকে আপনার
সাইটে নিয়ে আসতে চান তাহলেও আপনাকে কিওয়ার্ড রিসার্চ করতে হবে।
কিওয়ার্ড রিসার্চ করলে আপনি বুঝতে পারবেন যে মানুষ কি লিখে সার্চ করছে ,কোথাই
থেকে সার্চ করছে। এই সব তথ্য গুলো রিসার্চ করে একটি টার্গেটে-ড কিওয়ার্ড নিয়ে
আপনি অতি সহজেই আপনার ওয়েব সাইট কে সার্চ ইঞ্জিনে র্যাংক করাতে পারবেন।
কিওয়ার্ড রিসার্চ করার উপায়
কিওয়ার্ড রিসার্চ করার বিভিন্ন উপায় রয়েছে । এর মধ্যে কিছুসংখ্যক টুল ফ্রি রয়েছে
যেগুলো আপনি ফ্রিতেই ব্যাবহার করতে পারবেন আর অধিকাংশই রয়েছে পেইড টুল, যেগুলো
ব্যাবহার করতে গেলে আপনাকে মাসিক অথবা বাৎসরিক ফি প্রদান করতে হবে। নিচে রয়েছে
কিওয়ার্ড রিসার্চ এর কিছু টুল নিয়ে আলোচনা করা হলো
গুগল সাজেশন: কিওয়ার্ড রিসার্চ করার জন্য সবচেয়ে সহজ এবং ফ্রি মাধ্যম
হচ্ছে গুগল সাজেশন। প্রথমে আপনার টপিক নির্ধারণ করুন । তারপর সেই টপিক অনুযায়ী
কিছু কি ওয়ার্ড লিখে গুগলে সার্চ করুন, তারপর স্ক্রল ডাউন করে নিচে নেমে আসুন ।
একদম পেজের শেষে দেখবেন গুগল নিজেই স্বয়ংক্রিয় ভাবে আপনাকে অনেক কি ওয়ার্ড সাজেশন
করবে। তার মধ্যে থেকে আপনার পছন্দের কি ওয়ার্ড বেছে নিন এবং কাজ শুরু করুন।
টুল ব্যাবহার করুন: আপনি যদি কিওয়ার্ড রিসার্চ করে আপনার ওয়েব সাইটকে
সার্চ ইঞ্জিনে র্যাংক করাতে চান তাহলে আপনার জন্য কিওয়ার্ড রিসার্চ টুল এর
বিকল্প নেই। আপনার সাইট যদি নতুন হয় তাহলে আপনার অবশ্যই ফ্রি কিওয়ার্ড রিসার্চ
টুল গুলো ব্যাবহার করা উচিত। ফ্রি টুলের মধ্যে বিশেষ ভাবে উল্লেখ যোগ্য হচ্ছে
গুগল এডস কিওয়ার্ড প্লানার। আপনি খুব সহজে এবং ফ্রিতেই একটি গুগল এডস একাউন্ট
খুলতে পারেন।
যদি আপনি না জেনে থাকেন যে কিভাবে গুগল এডস একাউন্ট খুলতে হয় তাহলে আমাদেরকে
কমেন্টে জানাতে পারেন আমরা আপনাকে সাহায্য করব। যাইহোক গুগল এডস একাউন্ট খোলা হয়ে
গেলে একাউন্টে লগ ইন করে টুলস থেকে কিওয়ার্ড প্লানার অফশানে গিয়ে আপনি কিওয়ার্ড
রিসার্চ করতে পারবেন।
যদি আপনার কাছে কি ওয়ার্ড রিসার্চ করার টুল এর জন্য ব্যয় করার মত টাকা থাকে তাহলে
অবশ্যই আপনার পেড টুল ব্যাবহার করা উচিত, কারণ পেইড টুলের মাধ্যমে আপনি অতি সহজে
এবং কম সময়ে অনেক বেশি কি ওয়ার্ড রিসার্চ করতে পারবেন, যেগুলো আপনার সাইটের জন্য
ইফেক্টিভ হবে এবং খুব সহজেই আপনার সাইট সার্চ ইঞ্জিনে র্যাংক করতে পারবে। পেইড
টুলের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে , Moz, Semrush, Ubersuggest ইত্যাদি।
শেষ কথা। কিওয়ার্ড কাকে বলে - কিওয়ার্ড রিসার্চ করার উপায়
কি ওয়ার্ড রিসার্চ ওয়েব সাইটকে সার্চ ইঞ্জিনে র্যাংক করানোর জন্য একটি অপরিহার্য
বিষয়। আপনি যদি সার্চ ইঞ্জিনে আপনার ওয়েব সাইটকে র্যাংক করাতে চান তাহলে অবশ্যই
আপনাকে কি ওয়ার্ড রিসার্চ করতে হবে হোক সেটা ফ্রি বা হোক সেটা পেইড। কিন্তু আপনি
যদি আমাকে প্রশ্ন করেন যে আপনি কোনটা ইউজ করবেন ,তাহলে আমি আপনাকে পরামর্শ দিবো
আপনি শুরুতে ফ্রি টুলগুলো দিয়েই কি ওয়ার্ড রিসার্চ করেন।
পরবর্তীতে যখন আপনার কাছে পর্যাপ্ত টাকা হবে তখন আপনি পেড টুলে সুইচ করতে পারেন।
আবার যদি বলেন যে শর্ট টেইল নাকি লং টেইল কোনটা নিয়ে কাজ করবো তাহলে আমি আমার
নিজের অভিজ্ঞতা থেকে বলছি আপনি নিঃসন্দেহে লং টেইল কি ওয়ার্ড নিয়ে কাজ শুরু করুন।
কারণ লং টেইল কি ওয়ার্ড এ কম্পিটিশন অনেক কম যা আপনাকে র্যাংক করাতে প্রচুর
পরিমাণে সাহায্য করবে।
এই আর্টিকেলটি আপনার কাছে ভালো লেগে থাকলে এই ওয়েব সাইটের অন্য আর্টিকেলগুলি পড়তে
পারেন। এতক্ষণ ধরে এই আর্টিকেলটি পড়ার আপনাকে অসংখ্য ধন্যবাদ , আশা করছি আপনি
ম্যাজিক টেক আইটির সাথেই থাকবেন !!
ম্যাজিক টেক আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url