ম্যাক্সপ্রো মাপস ২০ এর কাজ কি। বিস্তারিত জানুন
ম্যাক্সপ্রো ২০ ট্যাবলেট এর কাজ - ম্যাক্সপ্রো ট্যাবলেট খাওয়ার নিয়ম।
বিস্তারিত জানুনআপনি হয়ত অনেক জায়গায় ম্যাক্সপ্রো মাপস ২০ এর কাজ কি তা খুঁজছেন। অনেক ওয়েবসাইট
ঘুরেও হয়ত আপনি নির্ভরযোগ্য কোন তথ্য পাচ্ছেন না। চিন্তার কোন কারণ নেই আজকে এই
আর্টিকেলে আমরা আলোচনা করতে যাচ্ছি ম্যাক্সপ্রো মাপস ২০ এর কাজ কি।
সাথে আরো আলোচনা করতে যাচ্ছি ম্যাক্সপ্রো মাপস ২০ ট্যাবলেট এর দাম কত কি তা সহ এই
ধরনের ম্যাক্সপ্রো মাপস ২০ সম্পর্কিত আরো অনেক বিষয়। সুতরাং এই আর্টিকেলটি মনোযোগ
সহকারে পড়তে থাকুন এবং যেনে নিন ম্যাক্সপ্রো মাপস ২০ এর কাজ কি।
সূচিপত্র: ম্যাক্সপ্রো মাপস ২০ এর কাজ কি।
ম্যাক্সপ্রো মাপস ২০ এর কাজ কি
ম্যাপস শব্দের পূর্ণরূপ হচ্ছে মাল্টিপল ইউনিট পিলেট সিস্টেম। তবে ডাক্তারের
ভাষায় ম্যাপস বলা হয় সে সমস্ত ওষুধকে যেগুলো মডিফাইড রিলিজ কোর্টেড পিলস দ্বারা
গঠন হয়ে থাকে।ম্যাক্সপ্রো মাপস ২০ একটি ইসোমিপ্রাজল গ্রুপের ঔষধ। ইসোমিপ্রাজল
গ্রুপের ঔষধ আমাদের পেটে তৈরি হওয়া এসিডের H+/K+ এনজাইম এর সাথে কোভ্যালেন্ট
বন্ধনে আবদ্ধ হয়। যার ফলে আমাদের পেটের মধ্যে এসিড নিঃসরণের যে প্রধান ধাপ
রয়েছে সেখানে বাধা সংঘটিত হয়।
প্রতিটি ম্যাক্সপ্রো মাপস ২০ ট্যাবলেটে ১৩৩.৩৩৩ মিলিগ্রাম ইসোমিপ্রাজল মাপস
রয়েছে। ম্যাক্সপ্রো মাপস ২০ সাধারণত গ্যাস্ট্রিকের রোগে আক্রান্ত রোগীদের
ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। এছাড়াও বিভিন্ন NSAID ঔষধ ব্যবহারের ফলে আমাদের
পেটের মধ্যে যে গ্যাস্ট্রিক আলসার সৃষ্টি হয় সে সমস্ত সমস্যা সমাধানের ক্ষেত্রেও
ম্যাক্সপ্রো মাপস ২০ ব্যবহার করা হয়ে থাকে।
ম্যাক্সপ্রো মাপস ২০ এর দাম
বর্তমানে সময়ে আমাদের দেশের বাজারে প্রতিটি ম্যাক্সপ্রো মাপস ২০ ট্যাবলেট এর
মূল্য ১০ টাকা, এবং ম্যাক্সপ্রো মাপস ২০ ট্যাবলেট প্রতি পাতার মূল্য ১৪০ টাকা।
কারণ ম্যাক্সপ্রো মাপস ২০ এর প্রতি পাতায় ১৪ টি করে ঔষধ থাকে। এছাড়াও বাজারের
বিভিন্ন দোকানে বিভিন্ন সময় দাম কিছুটা কম বেশি হতে পারে, তবে অধিকাংশ ক্ষেত্রেই
প্রতিটি ম্যাক্সপ্রো মাপস ২০ ট্যাবলেট এর মূল্য ১০ টাকার মধ্যেই হয়ে থাকে।
ম্যাক্সপ্রো মাপস ২০ ট্যাবলেট খাওয়ার নিয়ম
সাধারণত বিশেষজ্ঞ ডাক্তারেরা এই ঔষধটি দিনে একবার করে চার সপ্তাহ খাওয়ার পরামর্শ
দিয়ে থাকেন। কিন্তু কিছু কিছু রোগীর ক্ষেত্রে এর ব্যতিক্রম হতে পারে। যেমন NSAID
ঔষধ দ্বারা চিকিৎসার ফলে আমাদের শরীরে যে আলসার সৃষ্টি হয় সে আলসার প্রতিরোধের
ক্ষেত্রে এই ওষুধটি প্রতিদিন একবার করে চার থেকে আট সপ্তাহ ধরে সেবন করতে হয়।
ম্যাক্সপ্রো মাপস ২০ ঔষধটিকে পানি দিয়ে গিলে খাওয়া উচিত। বিশেষজ্ঞ ডাক্তারেরা
এই ঔষধটি কামড়ে বা চুষে খেতে নিষেধ করে থাকেন।
তবে পানি দিয়ে গিলে খেতে সমস্যা হলে আধা গ্লাস পানির মধ্যে ম্যাক্সপ্রো মাপস ২০
ট্যাবলেট গুঁড়ো করে মিশিয়ে সেবন করা যেতে পারে। তবে খেয়াল রাখতে হবে এই ওষুধটি
যারা অতি সংবেদনশীল রোগী রয়েছেন তারা যাতে ব্যবহার না করেন এবং অবশ্যই
ম্যাক্সপ্রো মাপস ২০ ঔষধটি ব্যবহারের পূর্বে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে
হবে।
মন্তব্য। ম্যাক্সপ্রো মাপস ২০ এর কাজ কি
এতক্ষণ ধরে ম্যাক্সপ্রো মাপস ২০ এর কাজ কি তা নিয়ে আলোচনা করলাম। চেষ্টা করলাম
আপনাদেরকে ম্যাক্সপ্রো মাপস ২০ এর কাজ কি তা সম্পর্কে একটি স্পষ্ট ধারণা দেওয়ার।
মনে রাখবেন যে কোন ওষুধ সেবনের পূর্বে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে এবং
বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে হবে।
আশা করছি আপনি ম্যাক্সপ্রো মাপস ২০ এর কাজ কি তা সম্পর্কে জানতে পেরেছেন। এই
আর্টিকেলটি আপনার কাছে ভালো লেগে থাকলে এই ওয়েব সাইটের অন্য আর্টিকেলগুলি পড়তে
পারেন। এতক্ষণ ধরে এই আর্টিকেলটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ , আশা করছি
আপনি ম্যাজিক টেক আইটির সাথেই থাকবেন !!
ম্যাজিক টেক আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url