ম্যাক্সপ্রো এইচপি এর কাজ কি - ম্যাক্সপ্রো এইচপি ট্যাবলেট খাওয়ার নিয়ম। বিস্তারিত জানুন
ম্যাক্সপ্রো মাপস ২০ এর কাজ কি। বিস্তারিত জানুনআপনি হয়ত অনেক জায়গায় ম্যাক্সপ্রো এইচপি এর কাজ কি, ম্যাক্সপ্রো এইচপি ট্যাবলেট
খাওয়ার নিয়ম কি তা খুঁজছেন। অনেক ওয়েবসাইট ঘুরেও হয়ত আপনি নির্ভরযোগ্য কোন তথ্য
পাচ্ছেন না। চিন্তার কোন কারণ নেই আজকে এই আর্টিকেলে আমরা আলোচনা করতে যাচ্ছি
ম্যাক্সপ্রো এইচপি এর কাজ কি, ম্যাক্সপ্রো এইচপি ট্যাবলেট খাওয়ার নিয়ম।
সাথে আরো আলোচনা করতে যাচ্ছি maxpro hp এর দাম কত সহ এই ধরনের ম্যাক্সপ্রো এইচপি
সম্পর্কিত আরো অনেক বিষয়। সুতরাং এই আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়তে থাকুন এবং
যেনে নিন ম্যাক্সপ্রো এইচপি এর কাজ কি।
সূচিপত্র: ম্যাক্সপ্রো এইচপি এর কাজ কি
ভূমিকা
ম্যাক্সপ্রো এইচপি তিনটি ওষুধের সংমিশ্রণে তৈরি একটি ঔষধ যার প্রতিটি ট্যাবলেট
এ রয়েছে ২০ মিলিগ্রাম ইসোমিপ্রাজল, ১০০০ মিলিগ্রাম রয়েছে অ্যামোক্সিসিলিন এবং
৫০০ মিলিগ্রাম রয়েছে ক্লারিথ্রোমাইসিন। প্রতিটি ঔষধ ভিন্ন ভিন্ন কাজে ব্যবহার
করা হয়ে থাকে। ম্যাক্সপ্রো এইচপি এর কাজ সম্পর্কে বিস্তারিত জানতে এই
আর্টিকেলটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়তে থাকুন।
ম্যাক্সপ্রো এইচপি এর কাজ কি
ম্যাক্সপ্রো এইচপি যেহেতু তিনটি ঔষধের সংমিশ্রণে তৈরি সেজন্য প্রথমে সে তিনটি
ঔষধের ব্যাপারে জেনে নেওয়া উচিত। তাহলে চলুন এ বিষয়ে জেনে নেওয়া যাক।
ইসোমিপ্রাজল: ইসোমিপ্রাজল প্রধানত গ্যাস্ট্রিকের সমস্যার সমাধানের
ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। ইসোমিপ্রাজল প্রোটন পাম্প ইনহিবিটর হিসেবে কাজ
করে, এটি পেটের ভেতর সৃষ্টি হওয়া এসিডের H+/K+ মৌল কে অকেজো করে আমাদের পেটে
গ্যাস্ট্রিকের প্রবলেম তৈরি হওয়ার জন্য দায়ী যে সব অ্যাসিড রয়েছে সেগুলির
নিঃসরণ বন্ধ করে দেয়। যার ফলে আমাদের পেটের মধ্যেকার গ্যাস্ট্রিকের সমস্যার
সমাধান হয়।
অ্যামোক্সিসিলিন: অ্যামোক্সিসিলিন প্রধানত আমাদের শরীরে ব্যাকটেরিয়া
প্রতিরোধের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। এটি আমাদের শরীরের ভেতরে প্রবেশ
কৃত খারাপ ব্যাকটেরিয়ার বিরুদ্ধে আমাদের শরীরকে লড়তে সহায়তা করে। এটি আমাদের
শরীরের কোষ প্রাচীরের জৈব সংশ্লেষণে ব্যাকটেরিয়া প্রবেশ করতে বাধা দান করে
থাকে। যার ফলে ব্যাকটেরিয়ার মৃত্যু সংঘটিত হয়।
ক্ল্যারিথ্রোমাইসিন: ক্ল্যারিথ্রোমাইসিন একটি অ্যান্টিবায়োটিক জাতীয়
ঔষধ যা আমাদের শরীরে শরীরের বিভিন্ন সংক্রামক রোগের চিকিৎসায় ব্যবহার করা হয়
ব্যবহার করা হয়ে থাকে। সাধারণত যখন কোন রোগীকে একই সাথে গ্যাস্ট্রিক এবং
সংক্রামক রোগ বা ব্যাকটেরিয়া থেকে সৃষ্ট রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য চিকিৎসা
করা হয় তখন ম্যাক্সপ্রো এইচপি ব্যবহার করা হয়ে থাকে।
ম্যাক্সপ্রো এইচপি ট্যাবলেট খাওয়ার নিয়ম
সাধারণত বিশেষজ্ঞ ডাক্তারেরা ম্যাক্সপ্রো এইচপি ট্যাবলেট প্রতিদিন দুইবার করে ৭
থেকে ১৪ দিন পর্যন্ত সেবন করার পরামর্শ দিয়ে থাকেন। কিন্তু কিছু কিছু রোগীর
ক্ষেত্রে এর ব্যতিক্রম হতে পারে। ম্যাক্সপ্রো ঔষধ আপনি আর পাঁচটা ঔষধের মত
সাধারণ ভাবে পানি দিয়ে সেবন করতে পারেন। তবে পানি দিয়ে গিলে খেতে সমস্যা হলে
আধা গ্লাস পানির মধ্যে ম্যাক্সপ্রো এইচপি ট্যাবলেট গুঁড়ো করে মিশিয়ে সেবন করা
যেতে পারে।
এই ওষুধটি যারা অতি সংবেদনশীল রোগী রয়েছেন তারা যাতে ব্যবহার না করেন। আর
অবশ্যই খেয়াল রাখতে হবে সকল ধরনের ঔষধ সেবনের পূর্বে অবশ্যই বিশেষজ্ঞ
ডাক্তারদের পরামর্শ নেওয়া অত্যন্ত জরুরী। অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তারের
পরামর্শ অনুযায়ী ম্যাক্সপ্রো এইচপি ঔষধ সেবন করবেন।
ম্যাক্সপ্রো এইচপি এর পার্শ্বপ্রতিক্রিয়া
বাজারে এমন কোন ঔষধ পাওয়া যাবে না যার কোন পার্শ্বপ্রতিক্রিয়া নেই। প্রতিটি
ওষুধের প্রায় কিছু না কিছু পার্শ্বপ্রতিক্রিয়া আছেই। তফাৎ শুধু এতটুকুই যে
কোন ওষুধের ক্ষেত্রে সেটা কিছুটা বেশি কোন ঔষধের ক্ষেত্রে কিছুটা কম।
ম্যাক্সপ্রো এইচপি ট্যাবলেট ও এর ব্যতিক্রম নয়। এই ওষুধটি আমাদেরকে অনেক রোগের
হাত থেকে রক্ষা করলেও কারো কারো ক্ষেত্রে এই ঔষধের কিছু কিছু পার্শ্ব
প্রতিক্রিয়া দেখা যায়।
সাধারণত ইসোমিপ্রাজল, অ্যামোক্সিসিলিন এবং ক্লারিথ্রোমাইসিন ঔষধ খাওয়ার ফলে যে
সমস্ত পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়। ম্যাক্সপ্রো এইচপি খাওয়ার ফলেও সেই একই
ধরণের পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে। যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে।
- মাথাব্যথা
- মাথা ঘোরা
- মোশন সিকনেস
- ডায়রিয়া
- বমি বমি ভাব
- পেট ফোলা
- তলপেটে ব্যথা
- খাবার রুচি কমে যাওয়া
- কোষ্ঠকাঠিন্য
- এলার্জি
- লিভারের সমস্যা
- অনিদ্রা ইত্যাদি
Maxpro hp এর দাম
বর্তমানে বাজারে প্রতিটি ম্যাক্সপ্রো এইচপি ট্যাবলেট এর মূল্য ১৩ টাকা ৭৫
পয়সা, এবং ম্যাক্সপ্রো এইচপি ট্যাবলেট এর প্রতি পাতার মূল্য ৫৫ টাকা এবং প্রতি
বক্স ম্যাক্সপ্রো এইচপি ট্যাবলেট এর মূল্য ৭৭০ টাকা। প্রতি বক্সে ১৪ পাতা
ম্যাক্সপ্রো এইচপি ট্যাবলেট থাকে। এছাড়াও বাজারের বিভিন্ন দোকানে বিভিন্ন সময়
দাম কিছুটা কম বেশি হতে পারে, তবে অধিকাংশ ক্ষেত্রেই প্রতিটি ম্যাক্সপ্রো এইচপি
ট্যাবলেট মূল্য ১৩ টাকা ৭৫ পয়সার মধ্যেই হয়ে থাকে।
মন্তব্য
এতক্ষণ ধরে ম্যাক্সপ্রো এইচপি এর কাজ কি, ম্যাক্সপ্রো এইচপি ট্যাবলেট খাওয়ার
নিয়ম কি তা নিয়ে আলোচনা করলাম। চেষ্টা করলাম আপনাদেরকে ম্যাক্সপ্রো এইচপি এর
কাজ কি এবং ম্যাক্সপ্রো এইচপি ট্যাবলেট খাওয়ার নিয়ম কি তা সম্পর্কে একটি
স্পষ্ট ধারণা দেওয়ার। মনে রাখবেন যে কোন ওষুধ সেবনের পূর্বে অবশ্যই সতর্কতা
অবলম্বন করতে হবে এবং বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে হবে।
আশা করছি আপনি ম্যাক্সপ্রো এইচপি এর কাজ কি, ম্যাক্সপ্রো এইচপি ট্যাবলেট
খাওয়ার নিয়ম কি তা সম্পর্কে জানতে পেরেছেন। এই আর্টিকেলটি আপনার কাছে ভালো
লেগে থাকলে এই ওয়েব সাইটের অন্য আর্টিকেলগুলি পড়তে পারেন। এতক্ষণ ধরে এই
আর্টিকেলটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ , আশা করছি আপনি ম্যাজিক টেক আইটির
সাথেই থাকবেন !!
ম্যাজিক টেক আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url