প্যানটোনিক্স ২০ কিসের ঔষধ - গর্ভাবস্থায় কি প্যানটোনিক্স খাওয়া যাবে। বিস্তারিত জানুন

ম্যাক্সপ্রো এইচপি এর কাজ কি - ম্যাক্সপ্রো এইচপি ট্যাবলেট খাওয়ার নিয়ম। বিস্তারিত জানুনআপনি হয়ত অনেক জায়গায় প্যানটোনিক্স ২০ কিসের ঔষধ, গর্ভাবস্থায় কি প্যানটোনিক্স খাওয়া যাবে কি না তা খুঁজছেন। অনেক ওয়েবসাইট ঘুরেও হয়ত আপনি নির্ভরযোগ্য কোন তথ্য পাচ্ছেন না। চিন্তার কোন কারণ নেই আজকে এই আর্টিকেলে আমরা আলোচনা করতে যাচ্ছি প্যানটোনিক্স ২০ কিসের ঔষধ, গর্ভাবস্থায় কি প্যানটোনিক্স খাওয়া যাবে কি না।
প্যানটোনিক্স ২০ কিসের ঔষধ
সাথে আরো আলোচনা করতে যাচ্ছি প্যানটোনিক্স খাওয়ার নিয়ম, প্যানটোনিক্স ২০ এর দাম কত সহ এই ধরনের প্যানটোনিক্স সম্পর্কিত আরো অনেক বিষয়। সুতরাং এই আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়তে থাকুন এবং যেনে নিন প্যানটোনিক্স ২০ কিসের ঔষধ।

সূচিপত্র: প্যানটোনিক্স ২০ কিসের ঔষধ

প্যানটোনিক্স ২০ এর কাজ

প্যানটোনিক্স একটি প্যানটোপ্রাজল সোডিয়াম গ্রুপের ঔষধ। প্যানটোনিক্স ২০ প্রধানত গ্যাস্ট্রিক রোগে আক্রান্ত রোগীর সমস্যার সমাধানের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। প্যানটোপ্রাজল সোডিয়াম প্রধানত প্রোটন পাম্প ইনহিবিটর হিসেবে কাজ করে। এটি আমাদের পেটের ভেতর গ্যাস্ট্রইসোফ্যাজিয়াল রিফ্লাক্স ডিজিজ দ্বারা সৃষ্ট হওয়া ক্ষত বা ঘায়ের প্রদাহ দূর করতে ব্যবহার করা হয়ে থাকে।

প্যানটোনিক্স ২০ কিসের ঔষধ - প্যানটোনিক্স ৪০ কিসের ঔষধ

প্যানটোনিক্স যেহেতু প্যানটোপ্রাজল সোডিয়াম গ্রুপের একটি ঔষধ সেহেতু এইটি প্রধানত গ্যাস্ট্রিক রোগে আক্রান্ত রোগীর সমস্যার সমাধানের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। এটি আমাদের অন্ত্রের ভেতর গ্যাস্ট্রইসোফ্যাজিয়াল রিফ্লাক্স ডিজিজ দ্বারা সৃষ্ট হওয়া ক্ষত বা ঘায়ের ব্যথা দূর করতেও ব্যবহার করা হয়ে থাকে। 


এছাড়াও প্যানটোনিক্স জলিনজার-এলিসন সিনড্রোম, পেপ্টিক আলসার, ডিসপেপসিয়া ও ডিওডেনাল আলসার চিকিৎসাতেও ব্যবহৃত হয়। এছাড়াও সাধারণ পেট ব্যথা, পেট ফোলা, টক ঢেকুর, বুক জ্বালাপোড়া জাতীয় সমস্যায় এই ওষুধটি ব্যবহার করা হয়ে থাকে।

প্যানটোনিক্স ২০ দাম কত

বর্তমানে সময়ে আমাদের দেশের বাজারে প্রতিটি প্যানটোনিক্স ২০ ট্যাবলেট এর মূল্য ৭ টাকা, এবং প্যানটোনিক্স ২০ ট্যাবলেট প্রতি পাতার মূল্য ৯৮ টাকা। কারণ প্যানটোনিক্স ২০ এর প্রতি পাতায় ১৪ টি করে ঔষধ থাকে। এছাড়াও বাজারের বিভিন্ন দোকানে বিভিন্ন সময় দাম কিছুটা কম বেশি হতে পারে, তবে অধিকাংশ ক্ষেত্রেই প্রতিটি প্যানটোনিক্স ২০ ট্যাবলেট এর মূল্য ৭ টাকার মধ্যেই হয়ে থাকে।

প্যানটোনিক্স ৪০ দাম কত

বর্তমানে সময়ে আমাদের দেশের বাজারে প্রতিটি প্যানটোনিক্স ৪০ ট্যাবলেট এর মূল্য ১০ টাকা, এবং প্যানটোনিক্স ৪০ ট্যাবলেট প্রতি পাতার মূল্য ১৪০ টাকা। কারণ প্যানটোনিক্স ৪০ এর প্রতি পাতায় ১৪ টি করে ঔষধ থাকে। প্রতি বক্স প্যানটোনিক্স ৪০ ট্যাবলেট এর মূল্য ৯৮০ টাকা। এছাড়াও বাজারের বিভিন্ন দোকানে বিভিন্ন সময় দাম কিছুটা কম বেশি হতে পারে। তবে অধিকাংশ ক্ষেত্রেই প্রতিটি প্যানটোনিক্স ৪০ ট্যাবলেট এর মূল্য ১০ টাকার মধ্যেই হয়ে থাকে। প্যানটোনিক্স ৪০ মিলিগ্রামের ইনজেকশনও বাজারে পাওয়া যায় যার প্রতিটির মূল্য ১০০ টাকা।

প্যানটোনিক্স এর পার্শ্বপ্রতিক্রিয়া

প্যানটোনিক্স ওষুধটি আমাদেরকে অনেক রোগের হাত থেকে রক্ষা করলেও এর সামান্য কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়, যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে
  • বমি
  • বমিভাব
  • পেটব্যথা
  • মাথাব্যথা
  • পেটফাঁপা
  • মাথা ঝিমঝিম
  • পাতলা পায়খানা
  • অস্থিসন্ধিতে ব্যথা
  • পাকস্থলীর কোষে ব্যথা

প্যানটোনিক্স ২০ খাওয়ার আগে না পরে

প্যানটোপ্রাজল সোডিয়াম গ্রুপের ঔষধ প্রধানত খাবার গ্রহণের এক ঘণ্টা পূর্বে সেবন করতে হয়। তবে রোগের ধরন অনুযায়ী এর সময়কাল ভিন্ন ভিন্ন ধরনের হতে পারে। তবে অধিকাংশ ক্ষেত্রেই প্যানটোনিক্স ২০ খাওয়ার এক ঘণ্টা পূর্বে সেবন করতে হয়। বিশেষজ্ঞ ডাক্তারেরা সাধারণত প্যানটোনিক্স ২০ প্রতিদিন সকালে খালি পেটে খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন।

প্যানটোনিক্স ২০ খাওয়ার নিয়ম - প্যানটোনিক্স ৪০ খাওয়ার নিয়ম

প্যানটোনিক্স ৪০ ট্যাবলেটকে আর পাঁচটি ঔষধের মত পানি দিয়ে গিলে খাওয়া যায় কিন্তু বিভিন্ন রোগের ক্ষেত্রে এর ব্যাবহার বিভিন্ন রকম হতে পারে যা নিচে আলোচনা করা হলো।
  • বিশেষজ্ঞ ডাক্তারেরা সাধারণ গ্যাস্ট্রিকের সমস্যার জন্য প্যানটোনিক্স ৪০ প্রতিদিন সকালে একটি করে চার সপ্তাহ খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন। এর মধ্যে সমস্যা সমাধান না হলে বাড়তি আরো ৪ সপ্তাহ ব্যবহার করা যেতে পারে।
  • গ্যাস্ট্রইসোফ্যাজিয়াল রিফ্লাক্স ডিজিজ দ্বারা সৃষ্ট হওয়া ক্ষত বা ঘায়ের ব্যথা দূর করতে প্রতিদিন সকালে একটি করে প্যানটোনিক্স ২০ বা প্যানটোনিক্স ৪০ চার সপ্তাহ পর্যন্ত ব্যবহার করতে পারে।
  • ডিওডেনাল আলসার এর ক্ষেত্রে প্রতিদিন সকালে প্যানটোনিক্স ৪০ একটি করে দুই সপ্তাহ ব্যবহার করা যেতে পারে। তাতেও সমস্যার সমাধান না হলে প্রতিদিন সন্ধ্যায়ও একটি করে সেবন করতে হবে।
  • বিভিন্ন ক্রস ডিজিজের মাধ্যমে আমাদের পেটের ভিতর যে ক্ষত বা ঘা সৃষ্টি হয় সেগুলোর ক্ষেত্রে দীর্ঘদিন যাবত এই ওষুধটি ব্যবহার করতে হতে পারে। সেক্ষেত্রে প্রতিদিন সকালে প্যানটোনিক্স ২০ একটি করে যতদিন সমস্যার সমাধান না হয় ততদিন ব্যবহার করা যেতে পারে।

গর্ভাবস্থায় কি প্যানটোনিক্স খাওয়া যাবে

বিশেষজ্ঞ ডাক্তারদের পরামর্শ অনুযায়ী প্যান্টোনিক্স গর্ভাবস্থায় ব্যবহার করা উচিত নয়। যদি কেউ ব্যবহার করতে চান তাহলে তাকে অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তারের সাথে পরামর্শ করে নেওয়া উচিত। এছাড়াও যেহেতু প্যানটোপ্রাজল মায়ের স্তন্যদুগ্ধে নিঃসৃত হয় এজন্য স্তনদানকারী মায়ের এই ওষুধটি ব্যবহার করা উচিত নয়। ব্যবহার করলে এটি স্তন গ্রহণকারী শিশুর শরীরে বিরূপ প্রভাব ফেলতে পারে।

মন্তব্য

এতক্ষণ ধরে প্যানটোনিক্স ২০ কিসের ঔষধ, গর্ভাবস্থায় কি প্যানটোনিক্স খাওয়া যাবে কি না তা নিয়ে আলোচনা করলাম। চেষ্টা করলাম আপনাদেরকে প্যানটোনিক্স ২০ কিসের ঔষধ এবং গর্ভাবস্থায় কি প্যানটোনিক্স খাওয়া যাবে কি না তার সম্পর্কে একটি স্পষ্ট ধারণা দেওয়ার। মনে রাখবেন যে কোন ওষুধ সেবনের পূর্বে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে এবং বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে হবে।

আশা করছি আপনি প্যানটোনিক্স ২০ কিসের ঔষধ, গর্ভাবস্থায় কি প্যানটোনিক্স খাওয়া যাবে কি না তা সম্পর্কে জানতে পেরেছেন। এই আর্টিকেলটি আপনার কাছে ভালো লেগে থাকলে এই ওয়েব সাইটের অন্য আর্টিকেলগুলি পড়তে পারেন। এতক্ষণ ধরে এই আর্টিকেলটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ , আশা করছি আপনি ম্যাজিক টেক আইটির সাথেই থাকবেন !!

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

ম্যাজিক টেক আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url