সেকলো ২০ এর পার্শ্বপ্রতিক্রিয়া - সেকলো ৪০ এর দাম। বিস্তারিত
সারজেল এর পার্শ্বপ্রতিক্রিয়া - সারজেল ৪০ এর কাজ কি। বিস্তারিত জানুনসেকলো ২০ এর পার্শ্বপ্রতিক্রিয়া কি?, সেকলো ৪০ এর দাম কত এই ধরনের অনেক প্রশ্ন
হয়ত আপনার মনে ঘুরপাক খাচ্ছে। অনেক জায়গা ঘুরেও হয়ত আপনি নির্ভরযোগ্য কোন তথ্য
পাচ্ছেন না। চিন্তার কোন কারন নেই আজকে এই আর্টিকেলে আমরা আলোচনা করতে যাচ্ছি
সেকলো ২০ এর পার্শ্বপ্রতিক্রিয়া কি?, সেকলো ৪০ এর দাম কত।সাথে আরো আলোচনা করতে যাচ্ছি আসল সেকলো চেনার উপায়, সেকলো কিসের ওষুধ এই ধরনের
সেকলো ২০/৪০ ক্যাপসুল সম্পর্কিত আরো অনেক বিষয়। সুতরাং এই আর্টিকেলটি মনোযোগ
সহকারে পড়তে থাকুন এবং যেনে নিন সেকলো ২০ এর পার্শ্বপ্রতিক্রিয়া।
সূচিপত্র: সেকলো ২০ এর পার্শ্বপ্রতিক্রিয়া
সেকলো কিসের ঔষধ - সেকলো খেলে কি হয়
সেকলো একটি ওমিপ্রাজল গ্রুপের ঔষধ। ১৯৭৯ সালে আবিষ্কৃত হয় এই ঔষধটি। যা বর্তমানে
আমাদের দেশে বহুল জনপ্রিয় একটি ঔষধ। এটি সাধারণত একটি প্রোটন পাম্প ইনহাবিটর
হিসেবে কাজ করে। অভিজ্ঞ ডাক্তারেরা সেকলকে গ্যাস্ট্রিক জাতীয় যে যে সমস্ত সমস্যা
রয়েছে সেগুলো প্রতিকারের ক্ষেত্রে সাজেস্ট করে থাকেন। এর মধ্যে উল্লেখযোগ্য
হচ্ছে পেপ্টিক আলসার, ডিসপেপসিয়া, জলিনজার-এলিসন সিনড্রোম ও ডিওডেনাল আলসার
ইত্যাদি।
পেটের ভেতর তৈরি হওয়া এসিডের মাধ্যমে আমাদের পেটে যে ক্ষত সৃষ্টি হয় সে সমস্ত
ক্ষতের ব্যথা দূর করতে সেকলো ব্যবহার করা হয়। এছাড়াও ব্যথার ওষুধ খাওয়ার ফলে
আমাদের পেটের ভিতর যে আলসারের সৃষ্টি হয় তা প্রতিরোধ করতেও সেকলো ব্যবহার করা
হয়ে থাকে। এছাড়াও বিভিন্ন ধরনের ক্রস ডিজিজের মাধ্যমে আমাদের পেটের মধ্যে যে ঘা
বা ক্ষত সৃষ্টি হয় সেগুলোর চিকিৎসাতেও সেকলো ব্যবহার করা হয়।
আসল সেকলো চেনার উপায়
যখন কোন দ্রব্য জনপ্রিয়তার শীর্ষ স্থানে পৌঁছে যায় তখন অনেক অসাধু ব্যবসায়ীই সেই
দ্রব্যটিকে নকল করে বিক্রয় করে, সেকলও এর ব্যতিক্রম নয়। বর্তমানে বাংলাদেশের
প্রায় অনেক জায়গাতেই এই ঔষধটির নকল কপি বিক্রয় হচ্ছে, এই জন্য আপনাকে অবশ্যই আসল
সেকলো চেনার উপায় জেনে রাখতে হবে।
- আসল সেকলোর পাতাকে যদি একটু ভালো করে লক্ষ করেন তাহলে বুঝতে পারবেন যে এর পেছনের এলুমিনিয়াম স্ক্রাচিং এর ফিনিশিং অত্যন্ত সূক্ষ্ম নকলের তুলনায়।
- দ্বিতীয়ত আপনি যদি সেকলো ক্যাপসুল কে খুলে হাতে নেন তাহলে দেখবেন যে ক্যাপসুলের সাদা অংশে স্কয়ার (square) লিখা আছে।
- তৃতীয়ত সেকলো ক্যাপসুলের ভেতরের দানা গুলি খুব ছোট ছোট হয়ে থাকে এবং এর স্বাদ ঝাঁঝালো তিক্ত। নকল ক্যাপসুলের দানা আসল ক্যাপসুলের তুলনায় খানিকটা বড় হয়।
সেকলো ২০ এর পার্শ্বপ্রতিক্রিয়া
পৃথিবীতে প্রায় প্রতিটি ঔষধের কিছু না কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে।
পার্থক্য শুধু এতটুকুই যে কোন ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া কিছুটা বেশি কোন ঔষধের
পার্শ্বপ্রতিক্রিয়া কিছুটা কম। সেকলো ২০ ক্যাপসুলও এর ব্যতিক্রম নয়। এই ওষুধটি
অনেক রোগের হাত থেকে আমাদেরকে রক্ষা করলেও কারো কারো ক্ষেত্রে এই ঔষধের কিছু কিছু
পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়, যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে
- মাথাব্যথা,
- ডায়রিয়া
- বমি বমি ভাব
- বমি
- পেট ফোলা
- তলপেটে ব্যথা
- খাবার রুচি কমে যাওয়া
- কোষ্ঠকাঠিন্য
- মুখের ভেতর শুকিয়ে যাওয়া ইত্যাদি
এছাড়াও বেশি পরিমাণে সেকলো ২০ ওষুধ সেবনের ফলে আমাদের শরীরে নিউমোনিয়া হওয়ার
সম্ভাবনা ৩০% পর্যন্ত বেড়ে যেতে পারে। অনিয়ন্ত্রিত হারে সেকলো ২০ ওষুধের
ব্যবহারে আমাদের শরীরের অস্থি ক্ষয়ের আশঙ্কা অনেক বেড়ে যায়।
সেকলো ২০ কি গর্ভাবস্থায় খাওয়া যায়
একটি গবেষণায় দেখা গেছে সেকলো ২০ খাওয়ার ফলে গর্ভবস্থায় ব্রণ বা নবজাতক শিশুর
স্বাস্থ্যের ওপর সেকলোর কোন বিরূপ প্রভাব পড়েনি। এজন্য গর্ভাবস্থায় সেকলো ২০
ব্যবহার করা যেতে পারে। মায়ের বুকের দুধে ওমিপ্রাজল গ্রুপের ঔষধ প্রবেশ করে না,
এজন্য দুগ্ধ দানকারী মায়েদেরও সেকলো ব্যবহার করা নিরাপদ। তবে খেয়াল রাখতে হবে
আমাদের শরীরে কিছু রোগের কারণে সেকলো ঔষধ ব্যবহারের ফলে বিভিন্ন পার্শ্ব
প্রতিক্রিয়া দেখা যায়।
সেজন্য গর্ভবতী মহিলা এবং দুগ্ধ দানকারী মায়েদের শরীরে ওমিপ্রাজল গ্রুপের ওষুধের
পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে এমন কোন রোগ আছে কিনা তা আগে থেকেই জেনে নিতে হবে।
এজন্য কোন ঔষধ ব্যবহার করার পূর্বে অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ
নেওয়া অত্যন্ত জরুরী।
সেকলো 20 দাম কত
বর্তমানে দেশের বাজারে প্রতিটি সেকলো 20 ক্যাপসুল এর মূল্য ৬ টাকা, এবং সেকলো ২০
ক্যাপসুলের প্রতি পাতার মূল্য ৬০ টাকা। এছাড়াও বাজারের বিভিন্ন দোকানে বিভিন্ন
সময় দাম কিছুটা কম বেশি হতে পারে, তবে অধিকাংশ ক্ষেত্রেই প্রতিটি সেকলো 20 এর
মূল্য ৬ টাকায় হয়ে থাকে।
সেকলো 40 দাম কত
বর্তমানে দেশের বাজারে প্রতিটি সেকলো 40 ক্যাপসুল এর মূল্য ৯ টাকা, এবং সেকলো 40
ক্যাপসুলের প্রতি পাতার মূল্য ৫৪ টাকা, কারণ প্রতি পাতায় ছয়টি করে ক্যাপসুল
থাকে।এছাড়াও বাজারের বিভিন্ন দোকানে বিভিন্ন সময় দাম কিছুটা কম বেশি হতে পারে,
তবে অধিকাংশ ক্ষেত্রেই প্রতিটি সেকলো 40 এর মূল্য ৯ টাকার মধ্যেই হয়ে থাকে।
সেকলো ২০ খাওয়ার নিয়ম
ওমিপ্রাজল গ্রুপের ওষুধ সাধারণত খাবার গ্রহণের এক ঘণ্টা পূর্বে সেবন করতে হয়।
রোগের ধরন অনুযায়ী এর সময়কাল বিভিন্ন ধরনের হতে পারে। তবে অধিকাংশ ক্ষেত্রেই
সেকলো ২০/৪০ মি.গ্রা.ক্যাপসুল প্রতিদিন একবার করে চার থেকে আট সপ্তাহ সেবন করতে
হয়। সেকলো ২০ ওষুধ আপনি আর পাঁচটা ওষুধের মত সাধারণ ভাবেই সেবন করতে পারেন।
তবে সবচেয়ে দ্রুত এবং বেশি উপকার পাওয়া যায় যেভাবে সেবন করলে তা হল, একটি কাপে
কিছুটা বিশুদ্ধ পানি নিয়ে তার ভিতরে ক্যাপসুলের সমস্ত দানাগুলোকে ভালোভাবে
মিশিয়ে নিতে হবে। তারপর দুই তিন মিনিট রেখে দিন এবং দুই তিন মিনিট পর মিশ্রণটি
পুনরায় মিশিয়ে সম্পূর্ণ মিশ্রণটি সেবন করুন।
তবে খেয়াল রাখবেন সকল ধরনের ঔষধ সেবনের পূর্বে বিশেষজ্ঞ ডাক্তারদের পরামর্শ
নেওয়া অত্যন্ত জরুরী। অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তারের সাথে আপনার সমস্যা নিয়ে
আলোচনা করে সেকলো ২০ ওষুধ সেবন করবেন।
শেষ কথা
এতক্ষণ ধরে সেকলো ২০ এর পার্শ্বপ্রতিক্রিয়া কি?, সেকলো ৪০ এর দাম কত তা নিয়ে
আলোচনা করলাম। চেষ্টা করলাম আপনাদেরকে সেকলো ২০ এর পার্শ্বপ্রতিক্রিয়া এবং সেকলো
৪০ এর দাম কত তার সম্পর্কে একটি ক্লিয়ার ধারণা দেওয়ার চেষ্টা করলাম। মনে রাখবেন
যে কোন ওষুধ সেবনের পূর্বে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে এবং বিশেষজ্ঞ
ডাক্তারের পরামর্শ নিতে হবে।
আশা করছি আপনি সেকলো ২০ এর পার্শ্বপ্রতিক্রিয়া কি?, সেকলো ৪০ এর দাম কত তা
সম্পর্কে জানতে পেরেছেন। এই আর্টিকেলটি আপনার কাছে ভালো লেগে থাকলে এই ওয়েব
সাইটের অন্য আর্টিকেলগুলি পড়তে পারেন। এতক্ষণ ধরে এই আর্টিকেলটি পড়ার জন্য আপনাকে
অসংখ্য ধন্যবাদ , আশা করছি আপনি ম্যাজিক টেক আইটির সাথেই থাকবেন !!
ম্যাজিক টেক আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url